কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো রাজধানী
রাজধানী ঢাকাতে তীব্র শীত জেঁকে বসেছে। পাশাপাশি আছে হিমেল বাতাস। এতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। ভোর থেকেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। বেলা গড়িয়েছে, তবে সূর্যের দেখা পাওয়া যায়নি। রাস্তায় যানবাহনের উপস্থিতি ছিল কিছুটা কম। শীত পোশাক পরে মানুষ ছুটছে কর্মস্থলে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পুরো রাজধানীজুড়ে এমন চিত্র দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ সকাল হতে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
ঢাকার স্বাভাবিক জীবনযাত্রা আজ সকাল থেকে কিছুটা ব্যহত হয়েছে। শীতের কারণে যানবাহনগুলো চলছে হেডলাইট ব্যবহার করে। রাস্তায় যারা বের হয়েছেন, বাড়তি কাপড়কে সঙ্গী করতে হয়েছে তাদের। স্কুলপড়ুয়া বাচ্চাদের জন্য এই শীত সকালে উঠে স্কুল যাওয়া অনেকটা অসুবিধা হয়ে গেছে। মূলত, গতকাল (বুধবার) অর্থাৎ বছরের শুরুর দিন থেকেই রাজধানীতে শীত বাড়তে দেখা যায়। বুধবার রাতে বাতাসের বেশ তীব্রতা ছিল। যার রেশ পড়েছে আজ সকালে।
এম এইচ//