ফের মা হচ্ছেন ইলিয়ানা? নতুন বছরে কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী?
২০২৩ সালের ১ আগাস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা। প্রায়শই ছেলের বেড়ে ওঠার অনেক মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবার দ্বিতীয় প্রেগন্যান্সির কথা শেয়ার করলেন ইলিয়ানা।
২০২৪-এ ভক্তদের সঙ্গে সন্তানের ছবি ভাগ করেছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এ বার ২০২৫-এর প্রথম দিনেই ইলিয়ানার একটি ভিডিয়ো ঘিরে ফের শুরু চর্চা। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী? উঠছে প্রশ্ন। স্বামী মাইকেল ডোলান ও পুত্রকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে ইলিয়ানাকে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’ দেখাতে দেখা গেছে। যা দেখে সকলের মনেই একটাই প্রশ্ন, তবে কি নতুন অতিথি আসা এখন কেবল সময়ের অপেক্ষা? সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছ থেকে অভিনন্দনও পাচ্ছেন তিনি।
ইলিয়ানা তার ইনস্টাগ্রামে ২০২৪ সালের একটি ফেলে আসা ভিডিও শেয়ার করেছেন। যাতে তিনি গেলো বছরের স্মরণীয় কিছু মুহূর্ত শেয়ার করেছেন। যেখানে স্বামী ও ছেলেকেও দেখা গেছে। ভিডিওর মাঝখানে, ইলিয়ানা ২০২৪ সালের অক্টোবরের একটি ক্লিপ শেয়ার করেছিলেন। এই ক্লিপে তাকে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’ দেখাতেও দেখা গিয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্তরা অনুমান, ইলিয়ানা দ্বিতীয়বার মা হতে চলেছেন। ২০২৩ সালে প্রথম সন্তান আসে তাদের ঘরে। তাদের ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান।
জেএইচ