পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের প্রবেশ করাচ্ছে বিএসএফ: মমতা
বাংলাদেশিদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সহায়তা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজ্যটির প্রশাসনিক বৈঠকে মমতা বন্দোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গকে অশান্ত করতে বাংলাদেশিদের প্রবেশে অনুমতি দিচ্ছে বিএসএফ। এই ঘটনাকে ভারতীয় জনতা দল, বিজেপি’র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নীল নকশা বলেও অভিহিত করেন তিনি।
কেন্দ্রীয় এই বাহিনী বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দোপাধ্যায়।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলাদেশিদের অনুপ্রবেশের কারণে বাংলায় শান্তি বিনষ্ট হচ্ছে। আর শাহের এমন মন্তব্যের কয়েকদিন পরেই বিএসএফ’র বিরুদ্ধে এমন অভিযোগ করলো মমতা।
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ বিষয়টি তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি, বিজেপি'র মধ্যে নতুন দ্বন্দ্বের জন্ম দিয়েছে।
এনএস/