বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী
বাংলাদেশকে ‘হারানো ভাই’ উল্লেখ করে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।
রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম মিনিট মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার বলেন, ‘বাংলাদেশে আমাদের হারানো ভাই। পাকিস্তান সম্ভাব্য সব উপায়ে বাংলাদেশকে সাহায্য করবে।’ এসময় বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার উল্লেখ করে ঢাকা সফরের পরিকল্পনার কথা জানান পাকিস্তানের এই পররাষ্ট্র মন্ত্রী।
সংবাদ সম্মেলনে দার আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রলালয় খুব ভালভাবে দায়িত্ব পালন করছে।’ এসময় তিনি গাজা নিয়ে পাকিস্তানের অবস্থান ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যে খোলামেলাভাবে ইসরাইলের সমালোচনা করেছেন তা উল্লেখ করেন। এছাড়া আন্তর্জাতিক সব ধরনের ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপন করা হবেও জানান পাকিস্তানের এই মন্ত্রী।
এনএস/