ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে সিলেটে ভূমিকম্পের কম্পন বেশি টের পাওয়া যায়। এছাড়াও কুমিল্লা থেকেও অনেকে ভূমিকম্প টের পেয়েছেন বলে জানা যায়।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব ৫৩১ কিলোমিটার।
এই ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।