ক্রিকেট

রাজশাহীর বিপক্ষে চিটাগাং কিংসের বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে বড় জয় পেয়েছে চিটাগাং কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ২১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগাং। জবাবে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। ফলে ১০৫ রানের বড় জয় পায় মোহাম্মদ মিথুনের দল।

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলায় ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী। প্রথম ওভারেই মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাব্বির হোসেন।  পঞ্চম ওভারে ৯ বলে ৮ রান করে ফিরে যান এনামুল হক।

ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি মোহাম্মদ হারিস। ১৫ বলে ৩২ রান করে ক্যাচ তুলে দেন এই পাক তারকা।  এরপর আকবর আলী ১৮, ইয়াসির আলী ১৬, রায়ান বার্ল ১০ এবং তাসকিন ১ শাফিউল ইসলাম ১, হাসান মুরাদ ৫ এবং সোহাগ গাজী ১১ রানে আউট হলে ১৭ বল হাতে থাকতে ১১৪ রানে অলআউট হয় রাজশাহী।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি চিটাগাংয়ের।  তাসকিন আহমেদ প্রথম ওভার করতে এসে পারভেজ হোসেন ইমনকে ফিরিয়েছেন দ্বিতীয় বলেই। তাসকিন আগের দিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট নেন।

পারভেজ আউট হলেও আরেক ওপেনার উসমান খান একপ্রান্তে অবিচল ছিলেন। মূলত এক হাতে দলকে বড় সংগ্রহে নিয়েছেন তিনি। তার সঙ্গে যোগ দেয়া গ্রাহাম ক্লার্ক ২৫ বলে ৪০ রান করে বিদায় নেন। তখন উসমান নিজেকে থিতু করে নিয়েছেন। মিরপুরের মাটি যেন চেনা হয়ে গেছে তার।

 বিপিএলের ১১তম আসরের প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন উসমান। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পেয়েছেন এই পাকিস্তানি ব্যাটার।

 মাঝে মোহাম্মদ মিঠুন এসে ১৫ বলে ২৮ রান নিয়ে সঙ্গ দেন উসমানকে। তাসকিনের শেষ ওভারে ৬২ বলে ১২৩ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন উসমান। অপরাজিত ছিলেন হায়দার আলী, ৮ বলে ১৯ রান করে।

 রাজশাহীর পক্ষে বল হাতে তাসকিন সর্বোচ্চ ২ টি উইকেট নিয়েছেন।

     

এ সম্পর্কিত আরও পড়ুন