জামায়াত আমিরের চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা চাঁদাবাজ ও দখলদারমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।" তিনি বলেন, "আমাদের দল কখনোই চাঁদাবাজি বা দখলদারি করে না, আর এটা প্রমাণিত।"
শনিবার (০৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমাদের বিরুদ্ধে বলা হয়, জামায়াত ক্ষমতায় এলে নারীরা বিপদে পড়বে। কিন্তু আমরা মনে করি, মহিলারা মায়ের জাতি, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। যারা ইচ্ছা করলে বোরকা পরতে চান, তারা পরবেন। অন্য ধর্মের মায়েদের বোরকা পরানোর কোনো অধিকার ইসলামে আমাদের দেয়া হয়নি।"
তিনি যোগ করেন, "নারীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী পোশাক পরবেন, এবং তারা দক্ষতা ও যোগ্যতার সাথে পেশাগত দায়িত্ব পালন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইসলামের আইন সবার জন্য সমান, আর আমরা সেই আইনের পক্ষে লড়াই করছি।"
জামায়াতের আমির বলেন, "আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সকল নাগরিকের সম্পদ, ইজ্জত এবং জীবন নিরাপদ থাকবে। সকল ধর্মের মানুষ তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, এবং কোথাও বাধার সম্মুখীন হবে না।"
তিনি আরও বলেন, "আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা উপহার দেব, যেখানে যুবক-যুবতীরা চাকরির জন্য না ঘুরে পড়াশোনা শেষ করেই চাকরি পাবে। যুবকদের হাতে দেশের ভবিষ্যত গড়ার ক্ষমতা থাকবে। এক সময় যেভাবে অন্য দেশ থেকে বাংলাদেশে চাকরি করতে আসতো, আমরা সেই গৌরব ফিরিয়ে আনবো।"
ডা. শফিকুর রহমান বলেন, "যারা ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে, তারা ৫৩ বছর ধরে দেশের জনগণকে কষ্ট দিয়েছে। আমাদের দল কখনো এসব অপকর্মে জড়িত ছিল না, কিন্তু আমাদের ওপর দোষ চাপানো হয়েছে।"
জামায়াতের আমির বলেন, "আমরা এমন সমাজ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি, ঘুষ, দখলদারি এবং ধর্মীয় বৈষম্য থাকবে না। সেই সমাজ গড়তে আমাদের সংগ্রাম চলবে।"
এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষ। সম্মেলনস্থল ও আশপাশের এলাকায় লাখো মানুষের সমাগম ঘটে। শীত উপেক্ষা করে ভোর থেকে তারা জমায়েত হন, যার ফলে শহরের বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়।
এসি//