নতুন বছরেই ছেলে বায়ুকে প্রকাশ্যে আনলেন সোনম
নতুন বছরের শুরুতেই ভক্তদের আনন্দে ভরিয়ে দিলেন অনিল কাপুর কন্যা সোনম। অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন সকলে। কবে দেখা যাবে অভিনেত্রীর একরত্তিকে? সকলের মনেই ছিল প্রশ্ন। সম্প্রতি, স্বামী আনন্দ আহুজা এবং তাদের ছেলে বায়ুকে ইংল্যান্ডে ছুটি কাটাতে যেতে দেখা গেছে। বিমানেই অভিনেত্রীর ছেলের একঝলক আসে প্রকাশ্যে। যা দেখে মুগ্ধ ভক্তরা।
সোনম কাপুর তার ভক্তদের জন্য জন্য ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিওর কিছু ঝলক শেয়ার করেছেন। যেখানে নতুন বছরের উদযাপনের মুহূর্তও রয়েছে। পোস্টে আনন্দ আহুজার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন সোনম। সেখানে বায়ুকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
অভিনেত্রী ক্যামেরায় তাকিয়ে যখন পোজ় দিচ্ছেন, তখন মায়ের কোলে শুয়ে রয়েছে একরত্তি। কখনও আবার দেখা যাচ্ছে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সোনমকে একবার আদর করে ছেলেকে ডাকতেও দেখা যাচ্ছে। শুধু মায়ের সঙ্গেই নয়, বাবার সঙ্গেও যে বেশ দোস্তি ছেলের, তা বোঝাই যাচ্ছে।
সোনম পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সকলকে দেরিতে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য দুঃখিত। তবে আমি আমার কাছের মানুষদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলাম। সকলে ভালো থাকবেন।’
সোনম এবং আনন্দ ২০১৮ সালের মে মাসে গাঁটছড়া বাঁধেন। এবং ২০ অগাস্ট, ২০২২-এ তাদের ছেলে বায়ু পৃথিবীতে আসে। তবে ছেলেকে প্রকাশ্যে আনেননি সোনম। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ক্রাইম থ্রিলার ব্লাইন্ড-এ।
জেএইচ