কাঁদতে কাঁদতে র্যাম্পে হাঁটলেন সোনম কাপুর!
দিল্লির এক ফ্যাশন শোতে র্যাম্পে কাঁদতে কাঁদতে হেঁটেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ভারতের সীমানা ছাড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন শোতে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনারদের পোশাক পরে র্যাম্পে হাঁটেন সোনম কাপুর।
তবে এবারই প্রথম র্যাম্পে হাঁটার সময় বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়েটির চোখে জল দেখা যায়।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিল্লির পাঁচতারকা হোটেল লে মেরিডিয়ান গুরগাঁওয়ে অনুষ্ঠিত হয় ‘ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর-২০২৫। এখানে র্যাম্পে হাঁটার সময় সোনম কাপুর এ ঘটনা ঘটান।
বলিউডপাড়ায় সবচেয়ে স্টাইলিস্ট কে? প্রশ্নটি করাই যেন বাহুল্য মনে হবে। কারণ বলিউডের ফ্যাশানিস্তা বলতে একজনকেই বোঝায়। তিনি হলেন সোনম কাপুর আহুজা।
কারণ ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে নিত্যনতুন ঘরানায় নকশা করা পোশাক-আশাক পরার কারণে বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় রয়েছে সোনম কাপুর। সোনম কাপুরকে বলিউডের নতুন প্রজন্মের ‘ফ্যাশন ডিভা’ও বলা হয়ে থাকে। বরাবরই স্টাইলিশ পোশাক আর ট্রেন্ডি লুকের জন্য সমাদৃত সোনম। তাইতো হিন্দি ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে কিংবা কান ফেস্টিভ্যালে, সর্বত্র সোনমের ফ্যাশান সেন্স নিয়ে চর্চা হয়।
সোনম কাপুর যা পরেন, সেটাই যেন ট্রেন্ড বনে যায়। নিজের স্টাইল, নজরকাড়া সৌন্দর্য ও মেধা দিয়ে সবার কাছে প্রিয় বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নামী ডিজাইনারদের প্রথম পছন্দ সোনম কাপুর। কারণ তিনি নিজে সাজতেও ভালবাসেন, নতুন ধরণের ডিজাইনের পোশাক পরতেও তিনি পছন্দ করেন।
এনিয়ে একাধিকবার বিতর্কের মুখোমুখিও হয়েছেন অভিনেত্রী। বর্তমানে বলিউডে সিনেমার কাজে বেশি ব্যস্ততা না থাকলেও ফ্যাশান ওয়ার্ল্ডে একের পর এক ছবি পোস্ট করেই যাচ্ছেন সোনম।
গেলো নভেম্বরে প্রয়াত হন ভারতের কিংবদন্তি ডিজাইনার রোহিত বল। তাঁর স্মরণে গেলো শনিবার (১ ফেব্রুযারি) অনুষ্ঠিত হয় ওই ফ্যাশন শো। ৬৩ বছর বয়সী প্রখ্যাত ডিজাইনারকে শ্রদ্ধা জানাতে তাঁরই কালেকশন নিয়ে র্যাম্পে হাঁটেন সোনম কাপুর ।
রোহিত বলের তৈরি একটি দুর্দান্ত আইভরি পোশাক পরে র্যাম্পে নামেন অনিলকন্যা। মাথায় সাজানো লাল গোলাপের সারি ৷ ফ্যাশন ব়্যাম্পে বরাবরের মতোই মোহময়ী দেখাচ্ছিল সোনম কাপুরকে ৷ তবে প্রয়াত ডিজাইনারের পোশাক পরে তাঁকে স্মরণ করার সময় অভিনেত্রীর চোখের জল বাঁধ মানেনি ৷ হাত জোড় করে ‘গুড্ডা’ নামে পরিচিত প্রিয ডিজাইনারের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সোনম।
ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পের সঙ্গে সমসাময়িক নকশাকে মিশিয়ে অনবদ্য ডিজাইনের দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন রোহিত বল ৷ তিনি শুধু একজন ডিজাইনারই ছিলেন না, ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেকেরই পরামর্শদাতা এবং বন্ধুও ছিলেন,যাঁদের মধ্যে অন্যতম সোনম কাপুর।
তাঁর আবেগ তাড়িত হয়ে ব়্যাম্প ওয়াক দেখেই বোঝা যায় বন্ধু ডিজাইনারের মৃত্যু তাঁর উপর কতটা গভীর প্রভাব ফেলেছে ৷ রোহিতের সঙ্গে অনেক কাজ করেছেন সোনম।
রোহিত বলের সঙ্গে সোনমের কেবল পেশাদার সম্পর্ক নয়, ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। আধুনিক, আভান্ট-গার্ড ডিজাইনের সঙ্গে ঐতিহ্যবাহী ভারতীয় শৈল্পিকতা মেলবন্ধনের জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন।কান ফেস্টিভ্যালসহ আন্তর্জাতিক নানা অনুষ্ঠানে সোনম রেড কার্পেটে হেঁটেছেন রোহিতের ডিজাইন করা পোশাক পরে। ফ্যাশন জগতে তার অবদান অনস্বীকার্য।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনম কাপুর বলেন, ‘গুড্ডার জন্য এখানে আসতে পেরে আমি খুব খুশি। আমি অনেকবার ওর পোশাক পরেছি। ও আমার জন্য পোশাক ডিজাইন করেছে। তাই এই প্রদর্শনীর অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে।ঐতিহ্যের উদযাপন, কারুশিল্পের উদযাপন… সবটা মিলিয়ে এই উদযাপন খুব সুন্দর এবং আনন্দদায়ক ছিল। আমি যে ধরনের পোশাক পরতে পছন্দ করি, রোহিত আমার জন্য ঠিক সেরকমই পোশাক বানাতেন।’ অভিনেত্রী আরও বলেন, ‘রোহিত বল ভারতীয় নান্দনিকতাকে এত সুন্দরভাবে আলিঙ্গন করেছিলেন যে তা একে চিরন্তন করে তোলে।’
রোহিত বলের অবদান তুলে ধরতে চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, ফ্যাশন ডিজাইনার জেজে ভালায়া এবং অভিনেতা ঈশা গুপ্তা, রাহুল দেব ও মুগ্ধা গডসে-সহ বিভিন্ন ক্ষেত্রের ৬৩ বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্বের আয়োজন করা হয়েছিল ।
এমআর//