তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সরকার মানবে না- শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে আবারও আন্দোলনে নেমেছে কলেজটির শিক্ষার্থীরা। আর এই আন্দোলন ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর মহাখালী অবরোধ করেন তারা। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমরা আমতলীতে অবস্থান করছি। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।
এর আগে, রোববার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এ দাবি সরকার মেনে নেবে না।
তিনি বলেন, তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।’
এনএস/