বাংলাদেশ

বাণিজ্য উপদেষ্টা খোলা সয়াবিন তেল খাচ্ছেন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এক মাস ধরে বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছেন রোববার (২ ফেব্রুয়ারী) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।    

খোলা ও বোতলজাত সয়াবিনের কোয়ালিটি একই জানিয়ে বাণিজ্য বশিরউদ্দীন বলেন, ‘আমার পরিবার এক মাস ধরে বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে। এছাড়া সুপারশপ স্বপ্নকে খোলা তেল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।   

পাশাপাশি আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘ভোগ্যপণ্য আমদানিতে বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল এস আলম গ্রুপ। তাদের অনুপস্থিতিতে অংশীজনদের নিয়ে ব্যবস্থাপনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বড় কোনো বিপত্তি এখনো হয়নি। আশাকরি রমজানে কোনো সমস্যা হবে না। আমি নিশ্চিত করতে চাই, বাজারে কোনো পণ্যের সংকট নেই।’

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন