খেলাধুলা

লিভারপুলে সময় ফুরিয়ে এসেছে সালাহ'র

ছবি: সংগৃহীত

মোহাম্মদ সালাহ ও লিভারপুলের সম্পর্ক শেষের পথে। এ কথা এখন অনেকটা নিশ্চিত হয়ে বলা যায়। ক্লাবের সঙ্গে এই মিশরীয় ফরোয়ার্ডের চুক্তি নবায়ন করার সম্ভাবনা কমে গেছে। তাই সালাহ জানিয়েছেন, চলতি বছরটা তার জন্য লিভারপুলে শেষ বছর।

ইএসপিএন এর খবর অনুযায়ী, সালাহ ও লিভারপুলের নতুন চুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে। এরমধ্যে শুক্রবার (৩ জানুয়ারি) সালাহ জানিয়েছেন, এই আলোচনা থেকে চুক্তি এখনো অনেক দূরে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত? হ্যাঁ। হ্যাঁ গত ৬ মাসে কোনো অগ্রগতি হয়নি। আমরা আসলে অনেক দূরে অবস্থান করছি, এগিয়ে যাওয়া থেকে। এখন অপেক্ষা করতে হবে।‘

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৮ ম্যাচ খেলে ১৭ টি গোল করেছেন সালাহ। অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। এবারের মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চান এই মিশরীয় ফুটবলার।

 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন