ফুটবল

ভিনির লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছে রিয়াল মাদ্রিদ

ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র।  তবে সেই লাল কার্ডের বিপক্ষে আপিল করেছে রিয়াল মাদ্রিদ। দলটির কোচ কার্লো আনচেলত্তি আশা করছেন, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ভিনি।

সোমবার কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল।  আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিয়াস।

আনচেলত্তি বলেন “এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হব না।”

ইতালিয়ান এই কোচ আরও জানান,  “তার অবস্থানে থাকাটা খুব কঠিন। অপমানসহ আর যে সবের মধ্য দিয়ে সে যায়, তা সামলানো সহজ নয়। এটা সহজ কিছু নয়, সে উন্নতি করার চেষ্টা করছে। সে বিপর্যস্ত এবং ক্ষমা চেয়েছে। আমাদের সামনে তাকানো উচিত।”

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন