শাকিব খানের সঙ্গে প্রেমের কথা শুনলে হাসি পায়: পূজা চেরী
চিত্রনায়ক শাকিব খান ব্যক্তিগত জীবনে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। তবে বিচ্ছেদের পর এখন তারা সবাই আলাদা পথ বেছে নিয়েছেন। এদিকে, শাকিব খানের সঙ্গে অভিনেত্রী পূজা চেরির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। জানা যায়, একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তারা নাকি একে অপরের প্রেমে পড়েন।
যদিও সে সময় পূজা জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন। আবারো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা।
সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে পূজা বলেন, "সত্যি কথা বলি আমার খুব মুড সুইং হয়, খুবই মুড সুইং হয়। এই মনে হয় বিয়ে করে ফেলি। এই মনে হয় দুর বিয়ে কেন করবো? এখন আমার কাজের সময়। এখন আমার বিয়ের বয়স হয়নি। এখন বিয়ে কেন করবো? এখন কাজের বয়স কাজ করে যাবো। তারপর বিয়ে। পরে দেখা যাবে। মাঝে মাঝে মনে হয়, দূর কিছু্ করবো না। চলে যাই। সন্ন্যাসী হয়ে যাই। এই রকম মনে হয়। আফটার অল আমি যেহেতু আমার মায়ের ইচ্ছায় কিংবা জেদের কারনে এই পর্যন্ত এসেছি, তাই মায়ের ইচ্ছাটাই পূরণ করতে চাই।
পূজা আরো বলেন, কাজ এবং প্রেম একসাথে ব্যালান্স করে করা যায় না। আমি যেহেতু কাজ করতে চাই আপাতত প্রেমটা সাইডে রাখছি।
শাকিব খানের সঙ্গে প্রেম প্রসঙ্গে পূজা জানান, এসব প্রশ্ন শুনেলে তার খু্বই হাসি পায়। শাকিব সিনিয়র পার্সন। তার সাথে (প্রেম) থাকুক কি না থাকুক সেটা পরের বিষয়। যারা বলেন শাকিব খানের সাথে তার প্রেম, এটা নিয়ে তাদের নিজেরই লজ্জা হওয়া উচিত। পূজা প্রশ্ন করেন এত সিনিয়র একজন পার্সনের সঙ্গে কেন ব্যাপারটা রটবে ?
পূজা আরো বলেন, কাজ করলে সিনিয়র-জুনিয়র ভাল একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। শাকিব ভাই, সিয়াম আহমেদ, রোশান, এটিএম সুমন প্রত্যেকেই কাজের জায়গা থেকে (আমার ) ভাল ফ্রেন্ড। প্রেমের ব্যাপারটা কখনো মাথায় আসেনি। শাকিব খানকে ভাই সম্বোধন করে তিনি আরো বলেন তার (শাকিবের ) সঙ্গে তো এটা ( প্রেম) আসবেই না। জীবনেও আসবে না। তাকে তার জায়গা থেকে খুবই রেসপেক্ট করেন পূজা। শাকিব খানকে বড় ভাই, ইন্ডাস্ট্রির বস, পুরো ইনডাস্ট্রির সুপার স্টার বলেও আখ্যা দিয়ে পূজা আরো বলেন, শাকিবের সঙ্গে প্রেমের ব্যাপারে তিনি কোন অ্যানসার দিতে চান না।
সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করেছেন পূজা চেরি। যেখানে তার সঙ্গে থাকবেন চিত্রনায়ক রুবেল।
এসি//