শাকিব খান সম্পর্কে যতই বলব কম বলা হবে: বুবলী
এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের 'বরবাদ' সিনেমা। দেশের বিভিন্ন সিনেমা হল ও মুক্তি পেয়েছে। শাকিব খান ও টলিউড অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ ছবিটি সারাদেশে ১২০ হলে চলছে। ‘তুফান’ সিনেমার পর অ্যাকশন আর রোমান্টিক ঘরানার বরবাদ সিনেমায়ও গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্তকে।।
এবারের ঈদে বরবাদের পাশাপাশি বিভিন্ন হলে চলছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমাটিও। অভিনেত্রী নিজের সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলার পাশাপাশি শাকিব খানের বরবাদ সিনেমারও প্রশংসা করেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অভিনেত্রী বুবলী বলেন, ‘বরবাদ; একটি ঝড়ের নাম, যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে। সবাই এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল। সো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে— একদম মারমার কাটকাট অবস্থা।’
তিনি বলেন, ‘সেখান থেকে আমি বলব যে, আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেখানে চলছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য গর্ব করার বিষয়। আমি চাই, এভাবে বরবাদ চলুক, পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক।’
শাকিব খান সম্পর্কে অভিনেত্রী বুবলী বলেন, ‘উনার সম্পর্কে যতই বলব কম বলা হবে। শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির জন্য এমন বড় একটি নাম— যতই বলব, ততই কম বলা হবে। উনি বরাবরই উনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেন যে, উনি কতটা ভালোবাসার মানুষ। বাংলার মানুষের কাছে যে উনি কতটা প্রিয় যেভাবে সব শো ভালো যাচ্ছে, আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স আমাদের জন্য অনেক গর্বের।’
নিজের 'জংলি' সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন, ‘জংলি তো আমরা দেখব, আমাদের যে পারিবারিক সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছে, সো সব সিনেমার জন্য অনেক ভালোবাসা। সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সব স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি।’
এমআর//