সালমানের ঈদ পার্টিতে প্রথমবার জহির-সোনাক্ষী
এবারের ঈদ উপলক্ষ্যে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমাটি মুক্তি পেয়েছে।গেলো ৩০ মার্চ সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে এক জমকালো ইদ পার্টির আয়োজন করেন বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান।
আর এই জমকালো আয়োজনে বলিউডের অনেক তারকার সমাগম হয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন সোনাক্ষী সিনহা এবং জেনেলিয়া ডিসুজা।
সোনাক্ষী সিনহা, তার স্বামী জহির ইকবালের সাথে পার্টিতে যোগ দিয়েছিলেন। তিনি একটি সুন্দর অফ-হোয়াইট ফ্লোরাল প্রিন্টের ভি-নেক কুর্তা পরেছিলেন, যা সাদা প্লাজোর সাথে জুটি বেঁধেছিলেন।
বিখ্যাত ডিজাইনার গোপী বৈদের তৈরি এই কুর্তাটির দাম ১৫, হাজার ৯৯৯ রুপি।
অন্যদিকে,জেনেলিয়া ডিসুজা পরেছিলেন গোপী বৈদের ডিজাইন করা একটি অফ-হোয়াইট আনারকলি স্যুট, যার দাম ছিল ৪৮ হাজার রুপি।
সালমান খানের সঙ্গে ‘দাবাং গার্ল’খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।
বলিউড সূত্রের খবর, জহির ইকবালের সাথে সোনাক্ষীর প্রেমের পেছনে সালমান খানের বিশেষ ভূমিকা ছিল।
অন্যদিকে, রীতেশ এবং জেনেলিয়াও সালমানের খুব কাছের বন্ধু। তাই এই বিশেষ ইদ পার্টিতে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গেলো বছর জহির ইকবালের সাথে সোনাক্ষীর বিয়ে হয় গত বছর। তাদের বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন।
তবে, মুসলিম ছেলেকে বিয়ে করার জন্য সোনাক্ষীকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এমনকী, তার দুই ভাই লব এবং কুশও তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। বিয়ের পর এটি ছিল সোনাক্ষীর প্রথম ইদ উদযাপন।
এদিকে, ঈদের হিসেবে বেশ সাদামাটা আয় শুরু করেছে সিনেমাটি। বক্স অফিসে ভারতীয় সিনেমার আয়-ব্যয় নিয়ে কাজ করা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি রুপি আয় করেছে। আর দ্বিতীয় দিনে ‘সিকান্দার’ ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বক্স অফিসে।
তৃতীয় দিন সিনেমাটি বক্স অফিসে ১৭ কোটি ৮১ লাখ রুপি আয় করেছে। যার ফলে ৩ দিনে সিকান্দারের মোট আয় হয়েছে ৭২ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় বর্তমানে ৯৫ কোটি রুপি ছাড়িয়েছে।
স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে সিকান্দারের আয় বিশ্বব্যাপী ৯৫ কোটি রুপি হলেও সিনেমাটির নির্মাতাদের দেওয়া পরিসংখ্যান কিছুটা আলাদা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, সিকান্দার প্রথম দিনে ভারতে ৩৫ কোটি ৪৭ লাখ রুপি, দ্বিতীয় দিনে ৩৯ কোটি রুপি আয় করেছে।
আর বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
তবে নিজ গতিতে বক্স অফিসে রাজত্ব করলেও সিকান্দার ভাঙতে পারেনি আগের কোনো রেকর্ড। এ বছর ভিকি কৌশলের ‘ছাভা’ বা মোহনলালের ‘এল ২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি সিকান্দার।
এ ছাড়া নিজের আগের সিনেমাগুলোর রেকর্ডও ভাঙতে পারেনি সালমান খান। যেখানে ঈদ মানেই বক্স অফিসে ‘সালমান তাণ্ডব’ সেখানে এবারে সিকান্দার সিনেমায় সেই আমেজ।
প্রসঙ্গত, ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা।
এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশী প্রমুখ।
এমআর//