সড়ক দুর্ঘটনায় বিপিএটিসি কর্মকর্তা নিহতের প্রতিবাদে মানববন্ধন
ঢাকার সাভারে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষী বাস চালকের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি প্রধান ফটকের সামনে এই মানববন্ধন পালন করেন তারা।
এসময়ে বিপিএটিসির সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, 'দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মো. রুস্তম রাব্বানী আজ সকালে (মঙ্গলবার) মারা যান। এ ঘটনায় বিপিএটিসি পরিবারের সকলে মর্মাহত। সারাদেশে যে সকল সড়ক দূর্ঘটনা ঘটছে মানুষ মারা যাচ্ছে। আহত হচ্ছেন, পঙ্গু হচ্ছেন। এসকল ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে আজকের এ মানববন্ধন। আমরা সড়ক দূর্ঘটনারোধে যথাযথ পদক্ষেপ নেয়া ও রুস্তম রাব্বানী হত্যাকান্ডের জন্য দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানাই।'
বিপিএটিসি কর্মচারী ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, 'রুস্তম রাব্বানী আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন এবং মানুষ হিসেবেও অত্যন্ত ভালো মনের অধিকারী ছিলেন। তাঁর এমন অকাল প্রয়াণে আমরা দারুণভাবে মর্মাহত হয়েছি। তাঁর পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন তাঁর দুজন ছোট কন্যা সন্তান রয়েছে তাই আমি দোষী বাস চালকের শাস্তির পাশাপাশি বাস কর্তৃপক্ষের নিকট নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবী করছি। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের সামনের সড়কে সড়ক গতিরোধক স্থাপন করার দাবীও জানাই।'
গত রোববার (৫ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি ৩নং গেইটের সামনে সড়ক পারাপারের সময় পেছন দিক থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন রুস্তম রাব্বানী। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মৃত্যুবরন করেন তিনি।
এঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আই/এ