গুরুতর অসুস্থতার বিরুদ্ধে অদ্ভুত আদেশ!
ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের বেলকাস্ত্রো গ্রামে একটি অদ্ভুত আদেশ জারি করেছে মেয়র আন্তোনিও তোরচিয়া। ছোট্ট এই গ্রামটির বাসিন্দাদের গুরুতরভাবে অসুস্থ হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তিনি।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই আদেশটি একটি হাস্যকর উসকানি হিসেবে চিহ্নিত হলেও, এর মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরার চেষ্টা করেছেন মেয়র। বেলকাস্ত্রো গ্রামের প্রায় ১২০০ বাসিন্দার বয়স ৬৫ এর বেশি এবং জরুরি চিকিৎসাসেবা কেন্দ্র ৪৫ কিলোমিটার দূরে। সড়কটি সংকীর্ণ এবং গতির সীমা খুবই কম, যা চিকিৎসাসেবা পেতে আরও কঠিন করে তোলে।
গ্রামের জন্য নিয়োজিত চিকিৎসকদের চেম্বারও সব সময় খোলা থাকে না। আর সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি ও নির্ধারিত সময়ের পর এটি বন্ধ থাকে।
তোরচিয়া ইতালির একটি টেলিভিশনকে বলেন, গ্রামবাসীদের দুর্ঘটনা ও ক্ষতিকর কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাদের বাড়ির বাইরে না বের হতে এবং বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
তবে, আদেশটি কীভাবে কার্যকর হবে, তা পরিষ্কার নয়।
কম জনবহুল বেলকাস্ত্রো গ্রামটি ইতালির দরিদ্রতম অঞ্চলের একটি। রাজনৈতিক অস্থিরতা এবং মাফিয়া দখলের কারণে এখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রায় ১৫ বছর আগে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রশাসনের আওতায় ছিল।
রোমের নিযুক্ত কমিশনাররা হাসপাতালগুলোর ঋণ মোকাবিলা করতে সমস্যা অনুভব করছেন। এর অর্থ হলো, ক্যালাব্রিয়া অঞ্চলের মানুষদের জন্য চিকিৎসক এবং হাসপাতালের শয্যার অভাব দ্রুত মেটানো যাবে না।
ক্যালাব্রিয়া অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষ চিকিৎসার জন্য বাইরে যেতে বাধ্য হয়, কারণ ২০০৯ সালের পর থেকে এখানে ১৮টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে।
২০২২ সালে ক্যালাব্রিয়া ঘোষণা করেছিল যে, কিউবা সেখানে তিন বছরে ৪৯৭ জন চিকিৎসক পাঠাবে।
গেলো বছর আঞ্চলিক গভর্নর রবার্তো ওচিউতো বলেছিলেন, এই চিকিৎসকেরা ক্যালাব্রিয়ার হাসপাতালগুলোকে সাহায্য করেছেন।
গুরুতরভাবে অসুস্থ হওয়ার ওপর মেয়রের এ নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছেন বেলকাস্ত্রোর বাসিন্দারা।
তারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, মেয়রের এ সিদ্ধান্তটি মানুষের বিবেককে নাড়া দেবে।
একজন বাসিন্দা বলেছেন, তোরচিয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে উসকানিমূলক আদেশ দিয়েছেন।
এসি//