মেক্সিকো
অবৈধ অস্ত্র জমা দিলে পাওয়া যাবে টাকা!
অবৈধ অস্ত্র জমা দিলে আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সরকার। সহিংস অপরাধ কমাতে দেশের নাগরিকদের নিরস্ত্র করাটা জরুরি-এমন পরিকল্পনার অংশ হিসেবে এই উদোগ। রিভলবার, একে-৪৭ থেকে শুরু করে মেশিন গান জমা দিলে পাওয়া যাবে সর্বোচ্চ ১ হাজার ৩০০শ ডলার।
মেক্সিকোর সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি গেজেট সোমবার প্রকাশ করা হয়েছে। দেশটির বিভিন্ন গির্জায় সরকারি কর্মর্তারা অস্ত্র দিতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করবেন।
রিভলবার জমা দিলে পাওয়া যাবে ৮ হাজার ৭০০ পেসো (৪৩০ মার্কিন ডলার), একে-৪৭’র জন্য আড়াই হাজার পেসো (১ হাজার ২০০ মার্কিন ডলার) ও মেশিনগানের জন্য ২৬ হাজার ৪৫০ পেসো (১ হাজার ৩০০ মার্কিন ডলার) ।
গেলো মাসে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম দেশটির নাগরিকদের ‘নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি হ্যাঁ’ কর্মসুচিতে অংশ নিতে আহ্বান জানান। সেসময় তিনি জানান, অস্ত্র জমা দিলে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না।
শত শত কোটি ডলারের অবৈধ মাদক বাণিজ্য ঘিরে মেক্সিকো সহিংস অপরাধে নিমজ্জিত হয়ে আছে। দেশটির পরিসংখ্যান ইনস্টিটিউটের মতে, ২০২৩ সালে মেক্সিকোতে ৩১ হাজার ৬২ মানুষ খুন হয়েছেন। এঁদের মধ্যে ৭০ শতাংশ মানুষ খুন হয়েছেন আগ্নেয়াস্ত্রের গুলিতে।
এনএস/