বলিউড

রাভিনা-অক্ষয়ের বিচ্ছেদ, সেটে হাতাহাতি- সবকিছুর নেপথ্যে রেখা?

অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ও রেখা ছবি: সংগৃহীত

বলিউডে ৯০ দশকের বহুল আলোচিত ও জনপ্রিয় তারকা জুটি অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন।‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘মোহরা’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দর্শকনন্দিত  এই জুটি।

 শুধু তাই নয়, ১৯৯৪ সালে ‘তু চিজ় বড়ি হ্যায় মাস্ত মস্ত’ এর সুরে মেতেছিল গোটা ভারত। সেই সঙ্গে লাস্যময়ী রাভিনা ট্যান্ডনের আবেদনময়ী ও সাহসী অভিনয়। ওই সিনেমাটির ‘টিপ টিপ বরসা পানি’র মতো আরেকটি গানে তাঁদের পারফরমান্স আজও দর্শক ভোলেনি।

হিন্দি ছবির রুপালি পর্দায় রাভিনা আর  অক্ষয়ের রসায়ন এখনও মুগ্ধ করে দর্শকদের।  

অক্ষয়-রাভিনার সম্পর্ককে কেন্দ্র করে বেশ চর্চাও ছিল ওইসময় । নব্বইয়ের শেষের দিকে  বলিউডের এই আলোচিত জুটি ডেটিং শুরু করেন। ওইসময় অক্ষয় কুমারকে নিজের ‘বয়ফ্রেন্ড’ হিসেবে ঘোষণা দিয়েছিলেন রাভিনা ট্যান্ডন। বেশ কয়েক বছর এক ছাদের নিচে বাস করার পর বিয়ের বাগদানও সারেন তারা।

নব্বইয়ের দশকে অক্ষয়-রাভিনা জুটিকে বেশ পছন্দ করতেন দর্শকমহল। ফলে অনেকের ধারণা তৈরি হয়েছিল, তাঁদের পর্দার কেমিস্ট্রিও ব্যক্তিজীবনে ফাগুন ধরিয়ে দেবে। তবে পরবর্তীতে বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল তাঁদের। হাতাহাতি পর্যন্ত হয়েছিল।

পরবর্তীকালে পথ আলাদা হয়ে যায় অক্ষয়-রাভিনার। রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডির কন্যা টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। আর চলচ্চিত্র পরিবেশক অনিল থাডানিকে নিয়ে সংসার জীবন শুরু করেন রাভিনা।

ঠিক কোন কারণে অক্ষয়-রাভিনার সম্পর্কে তিক্ততার জন্ম হল? সংবাদ প্রতিদিন, টিভি৯ বাংলাসহ বেশ কয়েকটি প্রতিবেদনে উঠে আসে একসময়ের দর্শকপ্রিয় জুটির সম্পর্কে ফাটল ধরার কারণ অভিনেত্রী রেখা।

রেখার কারণেই সম্পর্ক জমজমাট পর্যায়ে যাওয়ার পরই নাকি রবিনার সঙ্গে বিশ্রী সম্পর্ক তৈরি হয়েছিল অক্ষয় কুমারের। তাঁদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল। সেই কথা কাটাকাটি হাতাহাতি পর্যায় চলে যায় সেটের মধ্যেই।  ওইসময় সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাভিনা।  দুই অভিনেতার এমন স্বরূপ দেখে পরিচালক-প্রযোজক সকলের মাথাতেই হাত পড়ে গিয়েছিল।

শুধু তাই নয়, অক্ষয়ের ওপর রাগ করে আবার ফিরে গিয়েছিলেন প্রাক্তন প্রেমিক অভিনেতা কমল সাদানার কাছে। হঠাৎ করে রাভিনা তাঁর জীবনে চলে আসায় চওড়া হাসি ফুটেছিল কমলের মুখে। ওইসময় তিনি বলেছিলেন , রাভিনা  নাকি তাঁর খুবই ভাল বন্ধু।  এমনও বলেছিলেন, ‘রাভিনার দুঃখ একমাত্র আমিই বুঝতে পারি। ফলে বারবার ওকে আমার কাছেই ছুটে আসতে হয়।’

অক্ষয় কুমারকে একসময় বলিউডের ক্যাসানোভা মনে করা হতো। একাধিক সহ-অভিনেত্রীদের সঙ্গে গুঞ্জন শোনা যেত অক্ষয়ের। রাভিনা ছাড়াও শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফসহ বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। এখনও সেই পুরোনো গুঞ্জন বলিউডের আলোচনায় উঠে আসে।

বর্ষীয়ান অভিনেত্রী রেখার সঙ্গেও একসময়  ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল অক্ষয়ের। তার চার্মিং ব্যবহারে নাকি মুগ্ধ হতেন বলিউড ডিভারা। আর তাই তাঁকে খিলাড়ি বলেও ডাকা হতো। যখন 'খিলাড়িওঁ কা খিলাড়ি' ছবির শুটিং চলার সময় নাকি রেখার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বলিউডের রীতিমতো আলোড়ন শুরু হয়েছিল।

ছবিটি বক্স-অফিস কাঁপাতে না পারলেও রেখার সঙ্গে অক্ষয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রবল আলোচনা হয়। ওইসময় রাভিনা ট্যান্ডনের এর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অক্ষয়। সংশ্লিষ্টরা বলছে- রাভিনা-অক্ষয়ের বিচ্ছেদের অন্যতম কারণ ছিলেন অভিনেত্রী রেখা।

যদিও  ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে রাভিনা ট্যান্ডন জানিয়েছিলেন 'খিলাড়িওঁ কা খিলাড়ি' ছবির জন্যই রেখাকে সহ্য করতে হয়েছিল অক্ষয়কে। ওই সময় রাভিনা আরও বলেছিলেন, ‘আমার মনে হয় না রেখার সঙ্গে অক্ষয় কুমারের কিছু ছিল। সত্যি বলতে রেখার থেকে রীতিমতো পালিয়ে যেত অক্ষয়। রেখাকে অক্ষয় সহ্য করেছিল শুধুমাত্র ছবির জন্য। একটা সময় অক্ষয়ের জন্য উনি বাড়ি থেকে টিফিন আনতে চাইতেন। তখনই আমি বুঝতে পারি বিষয়টা একটু বেশি হয়ে যাচ্ছে।’

তবে বলিউডের এই হারানো জুটি আবারও একসঙ্গে অভিনয়ে ফিরছেন। অক্ষয় এবং রাভিনাকে শেষবার সঙ্গে দেখা যায় ২০০৪ সালে ‘পুলিশ ফোর্স অ্যান ইনসাইড স্টোরি’তে। দীর্ঘ দুই দশক পর ২০২৪ সালে তাদের দেখা যায় ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল ‘ সিনেমায়।

ছবিটির শ্যুটিং শুরুর আগে অক্ষয় কুমার ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি এবং রাভিনা একটি ছবি করছি একসঙ্গে। সেই ছবির নাম ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’। শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। আমরা একসঙ্গে বহু ছবি করেছি। অধিকাংশই হিট। ওর সঙ্গে শুটিং করার জন্য মুখিয়ে আছি আমি। দর্শক ফের আমাদের একসঙ্গে দেখতে পাবেন পর্দায়।”

সম্প্রতি অক্ষয়ের কোনও ছবি বক্স অফিসে ভালো চলেনি। একে-একে ফ্লপ করেছে ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘বচ্চন পান্ডে’র মতো ছবি। লকডাউনের পর প্রথম ছবি ফলে মুক্তি পায় অক্ষয় কুমারেরই। ‘বেল বাটমস’ এবং ‘সূর্যবংশী’ ভালো পারফর্ম করলেও বাকি ছবিগুলি তেমনভাবে টিকতেই পারেনি বক্স অফিসে। অল্প সময়ে এতগুলো ছবিতে অভিনয় করার তীব্র কটাক্ষও সহ্য করতে হয়েছে অক্ষয়কে। এবার প্রাক্তন প্রেমিকা রাভিনার সঙ্গে অভিনয় করে বক্স অফিসে ফের জায়গা ফিরে পেতে চাইছেন অক্ষয় কুমার। এমনটাই মনে করছেন নেটিজেনদের অনেকে। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন