আন্তর্জাতিক

আফগান যোদ্ধাদের হামলায় কাঁপলো পাকিস্তান!

আবারও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে আফগান যোদ্ধারা। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ মারা গেছেন ছয় পাকিস্তানি নাগরিক। এছাড়া দুই সীমান্তরক্ষী বাহিনীসহ আহত হয়েছেন ৩৪জন।       

আফগান হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম খামা প্রেস। ওই প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার জাবুখেল এলাকায় এই হামলা হয়। এতে মারা যান পাকিস্তানের দুই পুলিশ সদস্য।         

এর আগে, সোমবার প্রদেশটির বান্নু জেলার বাক্কাখেল ও ওয়াজির এলাকায় হামলা চালায় আফগানিস্তানের যোদ্ধারা। এতে আহত হয় আধাসামরিক বাহিনীর দুই সদস্য। এছাড়া শনিবার বালুচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন চার পাকিস্তানি নাগরিক। আহত হয়েছেন ৩২জন।

এই হামলার পর একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স, আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর হামলায় সেনাবাহিনীর তিন সদস্য মারা গেছেন। প্রতিশোধ নিতে ১৯ আফগান সন্ত্রাসীকে দোজখে পাঠানো হয়েছে।      

সম্প্রতি পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী তেহরিক--তালেবানের, টিটিপির সঙ্গে শেহবাজ সরকারের একটি যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায়। এরপর থেকে দেশটিতে হামলার পরিমাণ বেড়ে গেছে। টিটিপির লক্ষ্য পাকিস্তান সরকারকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে বের করে দিয়ে শরিয়া আইন প্রতিষ্ঠা করা  

পাকিস্তানের অভিযোগ, তেহরিক ই তালেবান, টিটিপিকে আশ্রয় প্রশয় দিচ্ছে আফগান সরকার। এই অভিযোগে, দুই সপ্তাহ আগে টিটিপিকে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় ইসলামাবাদ। এতে মারা যায় ৪৬ আফগান নাগরিক। পাকিস্তানের এই হামলাকে স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করে কাবুল। এর পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন