থানা থেকে ওসির মরদেহ উদ্ধার
শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম আল আমিন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে থানা কমপ্লেক্সের তিন তলায় নিজ কক্ষ থেকে ওসির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম।
জানা যায়, দুপুরে থানা কমপ্লেক্সের ভেতর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
ঘটনার পর থেকে গণমাধ্যমকর্মীসহ কাউকেই থানার ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না।
আই/এ