অর্থনীতি

আলাদিনের চেরাগ নেই যে বাজার ঠিক হয়ে যাবে : বাণিজ্য উপদেষ্টা

সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এ সমস্যা সাময়িক। আসলে এমন কোনো আলাদিনের চেরাগতো নেই যে, সুইচ দিলেন আর কালকেই বাজার ঠিক হয়ে যাবে। তবে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে  তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমর বোলাত এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন

দাম নিয়ন্ত্রণে সরকারে পদক্ষেপ সম্পর্কে  উপদেষ্টা বলেন, আমদানি উদার করা হয়েছে। শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আমদানি শুরু হলেই যদি কেউ অনায্যভাবে মজুদ করে থাকে তাহলে তারাও ছাড়তে বাধ্য হবে। বাজারেও স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

তিনি বলেন, চালের মজুদে কোনো সমস্যা নেই। তারপরও খাদ্য মন্ত্রণালয় ভারতের পাশাপাশি পাকিস্তান ও মিয়ানমার থেকে কয়েক লাখ টন চাল আমদানি করছে। এছাড়া নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ওএমএস ও টিসিবির কার্যক্রম বাড়ানো হচ্ছে।

দেশে উৎপাদন ও সেবাখাতে বিনিয়োগে তুরস্কের কাছ থেকে প্রস্তাব এসেছে জানিয়ে তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ, অবকাঠামো খাত ও জ্বালানি খাতে বিনিয়োগে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে

তিনি জানান, বাংলাদেশ তুরস্কে রপ্তানি করে ৫০০ মিলিয়ন ডলার এবং তুরস্ক থেকে আমদানি করা হয় ৪৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশ তুরস্কে একটু বেশি রপ্তানি করে, কম আমদানি করেএর মধ্যে গত বছর তুরস্কে রপ্তানি ৩০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক ৮ বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে। তারা যুতসই সামরিক সরঞ্জামে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, আমাদেরও আগ্রহ রয়েছে। বিষয়গুলো জয়েন ইকোনমিক কমিশনে আরো আলোচনা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন