শেখ হাসিনার বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা, তাগিদপত্রের প্রস্তুতি
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দিল্লিতে চিঠি পাঠিয়েছে ঢাকা। এখন জবাবের অপেক্ষা করছে মন্ত্রণালয়। জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে। বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগামী ২০-২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা চীনে দ্বিপাক্ষিক সফরে যাবেন। এই সফরকে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে মন্ত্রণালয়। বাণিজ্য, রোহিঙ্গা সংকট এবং কৃষিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
রোহিঙ্গা ইস্যুতে তিনি জানান, সম্প্রতি ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্তক রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মানবিক দিকও বিবেচনা করতে হয়।
জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে চিকিৎসার জন্য ভিসা দ্রুত দিতে কাজ চলছে। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
পাচারকৃত অর্থ ফেরানোর বিষয়ে তিনি জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
এসি//