অ্যাম্বুলেন্সে বিষ্ফোরণ: মানুষের সঙ্গে পুড়লো অর্ধশতাধিক ছাগল
ঢাকার অদুরে সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিকান্ডে নিহত হয়েছে। এসময় বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পুড়ে যাওয়া বাসের লকারে মৃত ছাগলের এসব স্তুপ দেখা যায়। এরআগে রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখি লেনে এ ঘটনা ঘটেবলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনচার্জ মেহেরুল।
রফিক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিষ্ফোরণ থেকে দুইটি চলন্ত বাসে আগুন লাগে। পরে সকালে এসে দেখেন পুড়ে যাওয়া বাসের লকারে ৫০টির মতো ছাগল পুড়ে মারা গেছে।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনচার্জ মেহেরুল বলেন, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে পিছনে থাকা বাসে আগুন ধরে যায়। সেসময় ওই বাসের পিছনে থাকা আরো একটি বাসেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসন থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পিছন থেকে এক পুরুষ ও এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি বাসের লকারে অর্ধশতাধিক ছাগল নিয়ে রাজধানীতে যাচ্ছিল একটি বাস। ওই বাসে অগ্নিকান্ডের শিকার হলে ছাগল গুলো দগ্ধ হয়ে মারা গেছে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আই/এ