শ্রীলঙ্কায় শেষ ভালো বাংলাদেশের, সিরিজ ড্র
শ্রীলঙ্কা সফরের শেষটা বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দলের জন্য আনন্দময় হলো। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সিরিজের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের দল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ নারী দল। সেই ম্যাচে ২১ রানের জয় এসেছে বাংলাদেশ শিবিরে।
কলম্বোর বার্গার রিক্রিয়েশন ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। বিশ ওভারের ম্যাচে ১৯.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে থামে লঙ্কানরা।
বাংলাদেশি বোলারদের পক্ষে, ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জান্নাতুল মাওয়া। এছাড়াও ফাহমিদা ছোঁয়া, ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার ও আনিসা আক্তার প্রত্যেকে ১ টি করে উইকেট নিয়েছেন।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান জান্নাতুলের। যিনি বল হাতেও ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। সাত নম্বরে ব্যাট করতে নেমে ২৪ রান নেন জান্নাতুল।
মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে মালয়েশিয়াতে। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের দলটি।
এম এইচ//