বিডিআর হত্যাকাণ্ড : বিস্ফোরক মামলার শুনানি ১৯ জানুয়ারি
বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানির পরবর্তী তারিখ ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে জামিন শুনানির জন্য আদালত এখনও নির্ধারণ করা হয়নি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানান বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে এদিন মামলার শুনানি হয়নি।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) বোরহান বলেন, পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস কক্ষ এমনভাবে পুড়ে গেছে যে, সংস্কার না করলে এখানে বিচারকাজ পরিচালনা করা সম্ভব না।
এর আগে, বুধবার রাতে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বুধবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে আগুনের খবর পান তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেয়া হয়।
বাধার মুখে তারা আগুন নেভাতে পারেননি। পরে সকাল সোয়া ১০টার দিকে তারা আবার যান সেখানে এবং দেখেন এজলাস পুড়ে গেছে। পরে তারা ফিরে আসেন।
আই/এ