জাতীয়

বিশেষ আদালতে আগুন দেয়া ষড়যন্ত্রের অংশ : সমন্বয়ক মাহিন

বিডিআর হত্যাকাণ্ড মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি হবে। এই শুনানির সময়সীমা অনেক বেশি দীর্ঘ। আদালতে আগুন দেয়া বিশাল ষড়যন্ত্রের অংশ। আমরা মনে করছি সরকারের ওপর একটি বিশেষ মহল চাপ প্রয়োগ করছে বলে মন্তব্য করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণাকালে এ কথা বলেন তিনি।

মাহিন বলেন,  আগামী শুক্র ও শনিবার অনলাইন এবং অফলাইনে জেলায় জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি, রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। এর পর আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন,  কর্মসূচি সফল করার জন্য সব শ্রেণী পেশার মানুষকে মাঠে নামতে হবে। দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসে ততদনি কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে দুপুরে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেন ভুক্তভোগী ওতাদের পরিবার

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন