সিলেটে তাণ্ডব চালালেন সেই 'পুরোনো' সাব্বির
সিলেটে আজ দিনের প্রথম ম্যাচে মারকুটে ব্যাটিংয়ে দেখেছে দর্শকরা। নুরুল হাসান সোহান ২৬ ওভারের প্রয়োজন মিটিয়ে শেষ ওভারে ৩০ রান তুলেছেন। এদিকে সেই ‘পুরান চাল ভাতে বাড়ে’ প্রবাদ ফলিয়েছেন সাব্বির রহমান। ঢাকা-চিটাগাং ম্যাচে দাপুটে ব্যাটিং করেছেন এক সময় জাতীয় দলে নিয়মিত খেলা এই ব্যাটার।
পুরো ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ঢাকা।
সাব্বিরের ৩৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস চোখে লেগে থাকবে ঢাকার দর্শকদের। তার ইনিংসে ছিল ৯ টি চার ও ৩ টি ছয়ের মার।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চিটাগাং কিংস। এখন পর্যন্ত জয় না পাওয়া ঢাকা ক্যাপিটালস এদিন লিটন দাসকে একাদশে রাখেনি। জেসন রয় ও তানজিদ হাসান তামিম ঢাকার হয়ে ওপেনিংয়ে খেলেছেন। রয় ফিরেছেন শুরুতেই। তবে একপ্রান্তে ছিলেন তানজিদ।
তানজিদের সঙ্গী হতে পারেননি স্টিফেন এসকিনাজি ও শাহাদাৎ হোসেন দীপু। দুজনেই এক ডিজিটে বিদায় নেন। তবে সাব্বির সেই কাজটি করেছেন খুব ভালোভাবেই।
তানজিদ ও সাব্বির মিলেই মূলত ঢাকার রান লড়াই করার মতো জায়গায় নিয়েছেন। দলীয় রান ১২৯ থাকতে তানজিদ ফিরেছেন। তার ব্যাটে আসে ৪৮ বলে ৫৪ রান। এরপর সাব্বিরের ব্যাট যেন চাবুকের মতো ছুটতে থাকে। একের পর এক ওভার বাউন্ডারি আর বাউন্ডারিতে মাঠ ছাড়া করতে থাকেন চিটাগাং বোলারদের ডেলিভারিগুলো।
শেষ পর্যন্ত সাব্বিরের সঙ্গে ১০ (৮) রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ফারমানুল্লাহ।
চিটাগাং বোলারদের পক্ষে একাই ৩ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।
এম এইচ//