খেলাধুলা

লিটনকে দুয়োধ্বনি, যা বললো ঢাকা ক্যাপিটালস

ছবি: ঢাকা ক্যাপিটালস/ফেসবুক

লিটন দাসের পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ, শনিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন লিটন। গ্যালারি থেকে দর্শকরা দিয়ে যাচ্ছেন ক্রমাগত দুয়োধ্বনি। কোনো প্রতিক্রিয়া দেখাননি, মনে মনে হয়তো দুঃখ হজম করছিলেন। ফরচুন বরিশালের বিপক্ষে সেই ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন। 

এই ঘটনা নিয়ে ঢাকা ক্যাপিটালস একটি পোস্ট করেছে ফেসবুকে। সেখানে তারা লিখেছে, আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড-গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা, এবং দেশের হয়ে টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি।

ক্রিকেটীয় জায়গা থেকে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। ফর্মহীনতায় ভুগছেন, চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলেও জায়গা হারিয়েছেন। অবশ্য এই খারাপ সময়ের মধ্যেই বিপিএলে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, খেলেছেন ৭৩ রানের ইনিংস।

লিটন দাসের ক্রিকেট নিয়ে সমালোচনার জায়গা হয়তো থাকতে পারে। সেই জায়গাটুকু এ দেশের দর্শকরা মাঝেমধ্যে পেরিয়ে যায়, যেমন এই ঘটনা পছন্দ করেননি বেশিরভাগ সচেতন মানুষ। 

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন