লিটন দাসের পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ঢাকার বড় সংগ্রহ

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়ছে ঢাকা ক্যাপিটালস। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের ৭০ (৪৮) রানের ওপর ভর করে ১৯৬ রানের সংগ্রহ তুলেছে ঢাকা। দলের পক্ষে ৩৭ (১৭) রানের ইনিংস খেলেছেন থিসারা পেরেরা। তানজিদ হাসান ও সাব্বির রহমানের ব্যাটে আসে ২২ ও ২৪ রানের ইনিংস।
লিটন ও তানজিদ ভালো কিছুর প্রত্যাশা দিয়ে ইনিংস শুরু করে। তানজিদ ব্যক্তিগত ২২ রানে ফিরেছেন। তবে লিটন তার ইনিংস বড় করেছেন। নিজের ফর্মে ফেরার বার্তা বেশ ভালোভাবেই দিচ্ছেন এই ওপেনার। লিটনের ৭০ রানের ইনিংসে আসে ৪ টি চার ও ৪ টি ছয়ের মার।
এরপর সাব্বির ও পেরেরা মিলে দলকে ভালো পুঁজির দিকে নিয়েছেন। দুজনেই আউট হয়েছেন, তবে ততক্ষণে ঢাকা ভালো সংগ্রহ পেয়ে যায়। অপরাজিত ছিলেন ফারমানুল্লাহ ও মুকিদুল ইসলাম।
শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৭ রানের লক্ষ্যমাত্রা ছুড়েছে ঢাকা ক্যাপিটালস।
এম এইচ//