খুলনার সামনে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা ছুড়লো রাজশাহী
শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে লড়ছে দুর্বার রাজশাহী। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে রাজশাহী।
রাজশাহীর পক্ষে ব্যাট হাতে ইয়াসির আলী ২৫ বলে ৪১ রান করেন। অন্যদিকে রায়ান বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। এই দুজনেই দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ আনেন।
মোহাম্মদ হারিস ও জিসান আলমের উদ্বোধনী জুটি দলকে ৪৪ রান এনে দেন। হারিসের ব্যাটে ২৭ (২০), জিসান ২৩ (২২) রানে ফিরেছেন। মাঝে এনামুল হক ও মেহরাব হোসেন এক ডিজিটে ফিরেছেন।
এরপর ইয়াসির ও রায়ান মিলে রাজশাহীর হাল ধরেন। তারা দুজনে ৮৮ রানের জুটি গড়েন। ইয়াসির ৪১ রানে বিদায় নেয়ার পর, রায়ানের সঙ্গে যোগ দেন আকবর আলী।
রায়ান ও আকবর শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। আকবরের ব্যাটে আসে ৯ বলে ২১ রান।
খুলনা টাইগার্সের পক্ষে বল হাতে একাই ২ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
এম এইচ//