টানা তিন জয় দুর্বার রাজশাহীর
পারিশ্রমিক ইস্যুতে এবারের বিপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহী। সবশেষ ম্যাচে বিদেশিদের ছাড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছিলো দলটি। এবার দলে দুই বিদেশি নিয়ে সিলেট স্ট্রাইকার্সকেও হারালো রাজশাহী।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে তাসকিন আহমদের দল। আগে ব্যাট করে ১১৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে ১৯ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রাজশাহী।
১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রাজশাহী এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলে তিন নম্বরে। প্লে-অফ খেলতে তাদের তাকিয়ে থাকতে হবে খুলনা ও চিটাগংয়ে বাকি ম্যাচগুলোর দিকে।
ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আর বাকি দুটি জায়গার জন্য লড়াই করছে রাজশাহী, চিটাগং ও খুলনা। গ্রুপ পর্বে চিটাগংয়ের ৩ ম্যাচ এবং খুলনার ২টি করে ম্যাচ বাকি রয়েছে। চিটাগং যদি কোনো ম্যাচ না জেতে এবং খুলনা যদি একটিতে হারে তাহলেই প্লে-অফের টিকিট পাবে রাজশাহী।