নিচ থেকে ডাকছিলেন মা, ছাদ থেকে পড়ে ছেলের মৃত্যু
সদ্য ভূমিষ্ঠ খালাতো ভাইকে পঞ্চগড়ের একটি ক্লিনিকে দেখতে গিয়েছিল পাঁচ বছর বয়সী সোলায়মান। এক পর্যায়ে ক্লিনিকের তিন তলায় উঠে পড়ে ঘোরাঘুরি করছিল সে। পরে মা সালমা বেগম ছেলেকে দেখতে না পেয়ে ক্লিনিকের নিচে নেমে ডাক দেন। এসময় সোলায়মান নিচে উঁকি মারতে গিয়ে তিন তলার ছাদ থেকে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা শহরের ডোকরোপাড়া এলাকার প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড ক্লিনিকে এই ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির চাচাতো চাচা আসাদুল ইসলাম জানায়, ওই প্রাইভেট ক্লিনিকে রবিবার সোলায়মানের খালা অরিফা খাতুনের সিজার করে একটি ছেলে সন্তান হয়। দুপুরে ভাবীর সাথে সোলায়মান তার খালাতো ভাইকে দেখতে আসে। তিনতলার বারান্দায় যে কখন উঠেছিল কেউ বলতে পারেন। তাকে দেখতে না পেয়ে ক্লিনিকের নিচ থেকে ভাবী সোলায়মানকে ডাক দেয়। এসময় তিনতলার ছাদ থেকে উঁকি দিতে গিয়ে সে পড়ে যায়।
নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার কাঠমিস্ত্রি রহিবুল ইসলামের একমাত্র ছেলে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী জানান, পুলিশ মরদেহের সুরতহাল করেছে। শিশুর পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত তাদের কেউ কোন অভিযোগ করেনি।
আই/এ