খুলনাকে হারিয়ে জয়ে ফিরলো রাজশাহী
চার ম্যাচে এক জয় পাওয়া রাজশাহী, আবারও জয়ের দেখা পেলো। খুলনা টাইগার্সের বিপক্ষে আজ দিনের প্রথম ম্যাচে ২৮ রানে জিতেছে রাজশাহী। এদিকে টানা দুই জয়ের পর হারের তেতো স্বাদ পেলো খুলনা।
রাজশাহীর দেয়া ১৭৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনা। ওপেনার উইলিয়াম বসিসতোর ব্যাটে এসেছে কেবল ৬ রান। মোহাম্মদ নাইম ২৮ বল খেলে ২৪ রান করে আর বড় করতে পারেননি নিজের ইনিংস।
স্ট্রাইকরেট মেনে ব্যাটারদের ব্যাট করতে না পারাও তাদের জন্য কাল হয়েছে। মেহেদী হাসান মিরাজ তাসকিন আহমেদের শিকার হয়ে ১ রানে ফিরেছেন। আফিফ হোসেন ৩০ বল খেলে ৩৩ রান নিয়ে আউট হন।
মাহিদুল ইসলাম অঙ্কন ১১ বলে ১৮, ইমরুল কায়েস ৬ বলে ১৭ রানের ইনিংস খেলেন। তখন ৬ উইকেট হারিয়ে ১১২ রানে অবস্থান করছিল খুলনা। পরের ব্যাটারদের মধ্যে ১৫ বলে ১৮ রান করেন নাসুম আহমেদ। বাকি ব্যাটাররা এক ডিজিটেই নিজেদের সীমাবদ্ধ করেছেন।
শেষ ওভারের তৃতীয় বলে খুলনার শেষ উইকেটের পতন ঘটে। এতে ১৫০ রানেই অলআউট হয় দলটি।
দুর্বার রাজশাহীর হয়ে বল হাতে, তাসকিন আহমেদ, সোহাগ গাজী, রায়ান বার্ল প্রত্যেকে ২ টি করে উইকেট নিয়েছেন।
এম এইচ//