এবার তালেবানের নিশানায় পাকিস্তান সেনাবাহিনীর ব্যবসা প্রতিষ্ঠান!
পাকিস্তানের সঙ্গে তেহরিক-ই-তালেবান,টিটিপি’র সংঘাত ক্রমেই বাড়ছে। সশস্ত্রগোষ্ঠীটি এবার পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত ব্যবসা-প্রতিষ্ঠানে হামলার হুমকি দিলো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তালেবানের এই হুমকিকে হালকা করে দেখার সুযোগ নেয়।
কয়েক দিন আগে একটি বিবৃতির মাধ্যমে এই হুমকি দেয় তেহরিক-ই-তালেবান,টিটিপি-‘যারা পাকিস্তানি তালেবান’ নামে পরিচিত। ওই বিবৃতিতে, হামলার লক্ষ্য বস্তু হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীদের আগামী তিন মাসের মধ্যে অন্যত্র কাজ খুঁজে নেয়ার আহ্বান জানায় বলে,আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী টিটিপি যেসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে, এরমধ্যে রয়েছে রাওয়ালপিন্ডিভিত্তিক কারিগরিপ্রতিষ্ঠান দ্য ন্যাশনাল লজিস্টিকস ফার্ম। ইঞ্জিনিয়ারিং ও আবাসন প্রতিষ্ঠান দ্য ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন। সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফওজি ফার্টিলাইজার কোম্পানি। তালিকায় পাক সেনাবাহিনী পরিচালিত ব্যাংকসহ আরও কিছুব্যবসা প্রতিষ্ঠানের নামআছে।
এদিকে, তেহরিক-ই-তালেবানের এই হুমকি নিয়ে এখনো মুখ খুলেনি পাকসেনাবাহিনী। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর’র সঙ্গে যোগাযোগ করেও কোন উত্তর পায়নি আলজাজিরা।
আলজাজিরার প্রতিবেদনে আর বলা হচ্ছে,টিটিপি’র এইহুমকি এমন সময় আসলো, পাকিস্তানি বিমান হামলায় ৪৬ আফগান নাগরিক নিহতের ঘটনা নিয়ে কাবুল ও ইসলামাবাদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজকরছে। ইসলামাবাদ ভিত্তিক থিংট্যাংক সেন্টার ফর রিসার্চ এন্ড সিকিউরিটি স্টাডিজ, সিআরএসএস’র নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুল, সশস্ত্র গোষ্ঠী টিটিপির এই হুমকিকে উড়িয়ে না দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, টিটিপি ভাল করে জানে, পাকিস্তানে তাদের প্রধান প্রতিপক্ষ সেনাবাহিনী। এই কারণে তারা সেনাবাহিনী ও তাদের স্বার্থের ওপর আঘাত করতে চায়।
আর সুইডেনে থাকা নিরাপত্তা বিশ্লেষক আব্দুল সায়েদ বলেন, তেহরিক-ই-তালেবান,টিটিপি তাদের নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। বিশেষ করে, আফগানিস্তানের বার্মাল জেলায় পাকিস্তানের বিমান হামলার পর গোষ্ঠীটির কট্টরপন্থী সদস্যরা ইসলামাবাদকে ভিন্নভাবে মোকাবিলা করতে চায়।
পাকিস্তানি ভিত্তিক তেহরিক-ই-তালেবান,টিটিপি আদর্শগতভাবে আফগান তালেবানের সহযোগী। ২০১৭ সালে আত্মপ্রকাশ করা সংগঠটির অনেক নেতা ও যোদ্ধাবর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ইসলামি শরীয়া আইন প্রতিষ্ঠা ও বন্দী সহযোদ্ধাদের মুক্তির দাবিতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে টিটিপি। ২০২৪ সালে গোষ্ঠীটির হামলায় মারা গেছেন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ৭০০ সদস্য।
এনএস/