জাতীয়

সাবেক ওসির পলায়নের জেরে বর্তমান ওসি প্রত্যাহার

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক ওসিকে আদালতে তোলার প্রস্তুতি চলছিল। এ সময় বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান তিনি।  এই ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই সাজ্জাত হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এই ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে উত্তরা জোনের এক সহকারি কমিশনার এবং উত্তরা পশ্চিম থানার ওসি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন