দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: ফাইল

ঘন কুয়াশার কারণে সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি রুট বন্ধ ছিল। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট পর এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়।

এর আগে, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল সাড়ে ৭ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহারকারী যাত্রী-ব্যবসায়ীরা বেশ দুর্ভোগে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন গণমাধ্যমে বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার সকাল ১০টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।’

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন