জাতীয় নির্বাচন হবে নিবন্ধিত সব দলের অংশগ্রহণে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।
শনিবার (১১ জানুয়ারি) সিলেটে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সিইসি আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করবে। এবারের জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যেখানে পুরো প্রক্রিয়া সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হবে।
তিনি জানান, এবার প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
স্থানীয় সরকারের নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, এক দিনে সব নির্বাচন আয়োজন সম্ভব নয় এবং এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
এসি//