জাতীয়

ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্বে ট্র্যাসি জ্যাকবসন

ছবি: ফাইল

ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন। তিনি শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকায় এসেছেন। 

মার্কিন দূতাবাস এক বার্তায় ট্র্যাসি জ্যাকবসনকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। আজ ঢাকার দূতাবাসে দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার।

এর আগে দূতাবাস জানায়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্র্যাসি জ্যাকবসন। গৌরবময় কূটনৈতিক জীবনে তিনি তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে।

ট্র্যাসি জ্যাকবসন জন হপকিনসন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন পেশাদার কূটনীতিক। তিনি তিন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি মার্কিন কূটনীতিক হিসেবে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া ও লাটভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।

এছাড়াও, ২০১৭ সালে কূটনীতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিবের পদে কাজ করেছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন