এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু, সাধারণ সম্পাদক ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল থেকে এমন ঘোষণা আসে।
এবি পার্টির চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন; দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলরের ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত মজিবুর রহমান মঞ্জু হন।
আজ সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
এম এইচ//