আলিয়া-রণবীরের বিয়েতে কেন রেগে গিয়েছিলেন প্রতিবেশীরা?

তারকাদের ডেস্টিনেশন ম্যারেজ এখন ভীষণই জনপ্রিয়। আলিয়া এবং রণবীরও ঠিক তেমন ভাবেই পালি হিলের বাড়িতে বিয়ে করেছিলেন। সেলেব বিয়ে বলে কথা! সেখানে নিরাপত্তারক্ষীদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রায় পাঁচ বছরের প্রেম। তার পর বিয়ে। ২০২২ সালের এপ্রিল মাসে একে অপরের সঙ্গে সাত পাক ঘুরেছেন আলিয়া ভাট ও রণবীর কাপূর। সেই বছরই নভেম্বরে দম্পতির কোলে এসেছে সন্তান।
ইউসুফ ইব্রাহিম। সবসময় বলিউড এবং আন্তর্জাতিক সেলিব্রিটিদের নিরাপত্তার দায়িত্বে থাকেন তিনি। বলিউডের বেশির ভাগ তারকাদের বিয়েতে নিরাপত্তার দায়িত্ব থাকে এই ব্যক্তির উপর। রণবীর-আলিয়ার বিয়েতেও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
তাদের বিয়ের অনুষ্ঠান সামলানো কতটা কঠিন ছিল, সেই গল্প শোনালেন সিনিয়র সিকিউরিটি কনসালটেন্ট ইউসুফ ইব্রাহিম।
তিনি বলেন, আলিয়া এবং রণবীরের বিয়েতে প্রায় ৩৫০ জন মিডিয়ার লোক ছিল কভারেজের জন্য। সেখানে নিরাপত্তার ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছিল।
বিয়ের আগে পাঁচ বছর একত্রবাস করেছেন তাঁরা। তাই চেয়েছিলেন বিয়েটা হোক নিজেদের বাড়িতে। হাতেগোনা আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া ভাবেই বিয়ে সারেন যুগল। কিন্তু দেশের দুই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর বিয়ে বলে কথা। তাঁরা গোটাটা ঘরোয়া রাখতে চাইলেও সেটা শেষ পর্যন্ত সামাল দিতে নাভিশ্বাস ওঠে নিরাপত্তাকর্মীদের। অতিষ্ঠ হয়ে যান প্রতিবেশীরাও। কী এমন হয়েছিল তাদের বিয়েতে?
এর মাঝেই অতিথিদের গাড়ি আসছিল-যাচ্ছিল। তার মধ্যে প্রবেশ ও বেরোনোর রাস্তা একটাই ছিল, যার ফলে বাড়তি চাপ।তিনি বলেন, সেখানে এতটাই ভিড় জমেছিল যে প্রতিবেশীরাও চিন্তায় পড়ে যান। প্রায় ৬০ জন নিরাপত্তারক্ষী সারা দিন কাজ করেও যেন সামাল দিতে হিমশিম খেয়ে যান। এতো ভিরের কারনে পাড়া-প্রতিবেশীরাও বেশ বিরক্ত হন।
জেএইচ