বিনোদন

যে কারণে ভেঙেছিল রণবীর ও দীপিকার প্রেম

বলিউডের প্রেমকাহিনিগুলো যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। কখনও আলোয় ভরা, কখনও আবেগে। আর কিছু গল্প থেকে যায় অসম্পূর্ণ । যার প্রতিটি পাতা মোড়ানো থাকে প্রশ্নে, চুপ করে যাওয়া কথায় । তেমনই এক অধ্যায় রাণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন এর প্রেম।

২০০৮ সালে 'বচনা অ্যায় হাসিনো' তে জুটি বেঁধে পর্দায় বাজিমাত করেছিলেন তারা। তবে ক্যামেরার পেছনের গল্পটা ছিল আরও গভীর। সিনেমা করতে করতেই গড়ে উঠেছিল বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রেমের বন্ধন। তখন দীপিকার চোখে রাণবীর ছিলেন তার স্বপ্নের নায়ক । 

আর সেই বিশ্বাস এতটাই প্রবল ছিল যে, তিনি নিজের পিঠে খোদাই করে বসান রাণবীরের নামের আদ্যক্ষর , যেন সেটি ছিল এক ভালোবাসার অমর ছাপ। কিন্তু বাস্তব জীবন তো সবসময় গল্পের মতো চলে না।

তবে এই সম্পর্ক শেষ হয় এক রহস্যময় ভাঙনে। মিডিয়ার পাতায় উঠে আসে দীপিকার মনে দেয়া ব্যাথা আর চোখে দেয়া কষ্ট , ঘোলাটে হয় সম্পর্কের ভীত । রাণবীর না দীপিকা কে ঠকিয়েছেন। তবে কি তাহলে প্রেমে ফাঁকি ছিল ।

এর পরপরই ছেলের হয়ে মা নীতু কাপুর মুখ খুলেছিলেন । গণমাধ্যমের কাছে দেয়া তার এক পুরোনো সাক্ষাৎকারে উঠে আসে কিছু অস্পষ্ট ইঙ্গিতপূর্ণ কথা। তিনি বলেন , “আমার মনে হয় না রাণবীরের অনেক বান্ধবী ছিল। কেবল একজনই ছিল দীপিকা। হয়তো সেই সম্পর্কের ভেতরেই কোথাও কিছু একটা কমতি ছিল। সম্পর্ক যদি নিখুঁত হতো, তাহলে তা তো ভাঙার কথা নয়।” 

তার এ কথায় রহস্য থাকলেও, ছিল না কোনো অভিযোগ। দীপিকার প্রতি তার সম্মান আজও অক্ষত। নীতু বলেন , “আমি কোনোদিনও দীপিকাকে খারাপ বলিনি। সে ভালো মেয়ে। জীবন কার কীভাবে যাবে, সেটা একান্তই তার সিদ্ধান্ত। আমি শুধু মায়ের মতো করে কিছু পরামর্শ দিয়েছি, বাকি সিদ্ধান্ত রাণবীরের।”

সময় পেরিয়ে গেছে, সম্পর্ক থেকেছে অতীতে, কিন্তু সেই কাহিনির রেশ আজও কোথাও না কোথাও রয়ে গেছে বলিউডের বাতাসে। তবে এখন তাদের দুজনেরই জীবন আলাদা । তারা তাদের নিজের সংসারে সুখে-শান্তিতেই রয়েছে । তাদের জীবনে এসেছে নতুন ভোর তাদের কন্যাসন্তান।

তাদের এই পুরনো প্রেমের গল্পগুলো একটু হঠাৎ করে দেখা দিলে আজও কারও মনে বেজে ওঠে গোপনে । এক মুহূর্তে মনে পড়ে যায় সেই ট্যাটুটা, সেই হাসিটা, আর হারিয়ে যাওয়া সেই দুজন।

দীপিকা ও রণবীরের প্রেম আজ অতীত, কিন্তু সেটা কোনো ব্যর্থ প্রেম নয়। সেটা ছিল এক ঝলক সোনালি সময় যা আজও অমলিন।

এসকে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন