খেলাধুলা

বার্সেলোনার আজ বড়ই সুখের দিন!

ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদকে কোনো সুযোগ না দিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকো দেখার আনন্দ নিয়ে দর্শকদের দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে বার্সা। অন্যদিকে রিয়াল পুড়েছে হতাশায়। কোচ কার্লো আনচেলত্তি বলছিলেন, আমরা ফুটবলটাই খেলিনি।

রেকর্ড ১৫তম বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা অর্জন করলো বার্সেলোনা। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১ টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ নিজেদের প্রথম আক্রমণ থেকে ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল পেয়ে যায়। এমবাপ্পের গোলে শুরুতেই এগিয়ে যাওয়া মাদ্রিদের আত্মবিশ্বাস তখন তুঙ্গেই থাকার কথা।

তবে বার্সেলোনা মুচড়ে যায়নি। লামিনে ইয়ামাল ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন, আর বার্সার হয়ে প্রথম। এরপর ৩৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। এর ঠিক ৩ মিনিট পরেই জুলস কুন্ডের ক্রস থেকে রাফিনিয়ার হেডে বার্সা লিড দ্বিগুণ করে। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে গোল করে বসেন আলেজান্দ্রো বালদে।

এতে প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা।  

দ্বিতীয়ার্ধ শুরুর পর ৪৮ মিনিটের মাথায় কাসাদোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। বার্সা এগিয়ে যায় আরও এক ধাপ। ম্যাচের ৬০ মিনিটের মাথায় রদ্রিগোর ফ্রি-কিক থেকে গোল পায় রিয়াল মাদ্রিদ। ফ্রি-কিকের কারণ ছিল ডি-বক্সের বাইরে এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন শেজনি।

এরপর আর  কোনো দল গোলের দেখা পায়নি। ম্যাচ শেষে উদযাপনে মাতোয়ারা হয়ে ওঠে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে সবশেষ দুই ম্যাচে অন্তত ৪ গোল করে হারানো হান্সি ফ্লিকের শিষ্যদের জন্য বড়ই আনন্দের এক দিন।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন