উয়েফা চ্যাম্পিয়নস লিগ
স্লাভিয়াকে হারিয়ে শীর্ষ আটের আশা বাঁচিয়ে রাখলো বার্সেলোনা
মগজে তখন নানা সমীকরণের হিসাব—যা মিললেই কেবল শীর্ষ আটে থেকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। এমন চাপের ম্যাচই খেলতে হলো বার্সেলোনাকে, তাও মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার ওপর ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে হানসি ফ্লিকের দল। প্রতিকূল সব পরিস্থিতি সত্ত্বেও শেষ পর্যন্ত স্লাভিয়া প্রাহাকে ৪-২ গোলে হারিয়েছে কাতালানরা।
এই জয়ে মূল ভূমিকা রাখেন ফারমিন লোপেজ। তার জোড়া গোলেই ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। ম্যাচের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। দশ মিনিটেই কর্নার থেকে ভাসিল কুসেই এর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৩৪ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফারমিন লোপেজ। প্রথম গোলের আট মিনিট পরই ডিবক্সের বাইরে থেকে বাঁকানো শটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন এই তরুণ মিডফিল্ডার।
বিরতির ঠিক আগে অবশ্য সমতায় ফিরেছিল স্লাভিয়া প্রাহা। ডান দিকের কর্নার থেকে আসা বল রবার্ট লেভান্ডভস্কির কাঁধে লেগে নিজের জালেই ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে লামিনে ইয়ামাল না খেললেও আক্রমণে তার প্রভাব পড়তে দেয়নি সতীর্থরা। ৬০ মিনিট পর মাঠে নামেন মার্কাস রাশফোর্ড ও দানি অলমো। এর ঠিক তিন মিনিটের মাথায় দূরপাল্লার শটে গোল করে বার্সাকে ফের এগিয়ে দেন অলমো। এরপর রাশফোর্ডের বাড়ানো বলে লেভান্ডভস্কি করেন বার্সার চতুর্থ গোল।
এই হারে সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্লাভিয়া প্রাহা। একটি ম্যাচ বাকি থাকলেও তাদের আর এগোনোর সুযোগ নেই।
পাঁচবারের ইউরোপসেরা বার্সেলোনা পয়েন্ট তালিকায় উঠে এসেছে নবম স্থানে। শীর্ষ আটে থাকতে হলে আগামী বুধবার কোপেনহেগেনের বিপক্ষে ঘরের মাঠে জিততে হবে। পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলও তাদের পক্ষে লাগবে।
চলতি মাসের শুরুতে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। লা লিগায় তারা শীর্ষে রয়েছে এবং কোপা দেল রের কোয়ার্টার ফাইনালেও খেলছে। ফলে মৌসুমে চারটি শিরোপার স্বপ্ন এখনো জীবিত কাতালানদের।
এসএইচ//