ক্যাম্পাস

তিন দাবিতে জবির প্রধান ফটকে তালা

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টা থেকে অনশন করতে বসেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেনি তারা।

এছাড়াও, আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ টি দাবি: 

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন