জাতীয়

মার্চের প্রথম সপ্তাহে রেলওয়ের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা

বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে পুনরায় আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে ২ ডিসেম্বর পিএসসি ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ৫ জুলাই পরীক্ষা শেষে ৭ জুলাই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে প্রতিবেদন প্রচার করা হয়। সেখানে অভিযোগ করা হয় যে পিএসসির কিছু কর্মকর্তাই এই প্রশ্নফাঁসে জড়িত। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ ২৭ নভেম্বর সিআইডি দুজনকে গ্রেপ্তার করে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন