বাবা হারিয়েছেন নির্মাতা রায়হান রাফি
ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চিত্রনায়িকা তমা মির্জা এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, "রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।"
তমা আরও বলেন, "এমন দুঃখজনক খবর লিখতে হবে, এটা কখনো ভাবিনি। আংকেলকে আগামীকাল মঙ্গলবার সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।"
পরিবারের জন্য প্রার্থনা চেয়ে তমা লিখেছেন, "আন্টি, রাফি, আপুরা ও পুরো পরিবারের জন্য দোয়া করবেন, যাতে তারা এই কঠিন সময়ে ধৈর্য রাখতে পারেন। মাটির মতো অসাধারণ মানুষটিকে আল্লাহ তাঁর কাছে শান্তিতে রাখবেন, ইনশাআল্লাহ।"
জানা গেছে, সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে এবং মৃত্যুর আগে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, রায়হান রাফি বাংলাদেশের চলচ্চিত্র জগতে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে আসছেন। তার সর্বশেষ নির্মাণ ‘তুফান’ সিনেমাটি দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’-এর মতো সফল সিনেমার নির্মাতা।
এসি//