বিনোদন

বছরের শুরুতে মাধুরীকে চমকে দিলেন তার স্বামী

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ছবি: সংগৃহীত

বিভিন্ন ব্রান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। একারণে নতুন বছরের শুরুতে স্ত্রীকে খুশি করতে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে।

মাধুরীকে উপহার দেওয়া এই গাড়িটি ফারারি 296 GTS Rosso Corsa, যার ইঞ্জিন 2992 সিসি। গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ ভারতীয় রুপি।

এই গাড়িটি ১৪টি ভিন্ন রঙে পাওয়া যায়, যার মধ্যে লাল রঙটি বিশেষ আকর্ষণীয়। মাধুরীর কাছে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে।

এসব গাড়ির মধ্যে উল্লেখযোগ্য হলো Mercedes-Maybach S560, Range Rover Vogue, এবং Porsche 911 Turbo S।

এসব গাড়ির প্রতিটির মূল্য  পাঁচ থেকে ১৪ কোটি ভারতীয় রুপি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে মাধুরী এবং শ্রীরামকে একসঙ্গে শোরুম থেকে বের হতে দেখা যায়। মাধুরীর পরণে ছিল একটি কালো পোশাক আর শ্রীরাম পরেছিলেন সাদা শার্ট ও কালো ব্লেজার।  

শোরুম থেকে বেরিয়ে দু’জনই সদ্য কেনা গাড়িতে উঠে পড়েন। স্ত্রীকে পাশে বসিয়ে নতুন গাড়ির স্টার্ট দেন শ্রীরাম। চারপাশে উপস্থিত সবাইকে ‘বাই’ বলে তাঁরা গাড়ি চালিয়ে রওনা হন।

প্রসঙ্গত, বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয় মাধুরীকে।  অভিনয় জীবনে তিনি সত্তরের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। সাতবার ফোর্বস ভারত-এর ১০০ তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হযয়েছে।

অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্য কলায় সমান দক্ষতা প্রদর্শন করেন।

 হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য মাধুরী দীক্ষিতকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।

১৯৮৪ সালে নাট্যধর্মী ‘অবোধ’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে।

এরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার পর ১৯৮৮ সালে মারপিটধর্মী প্রণয়মূলক চলচ্চিত্র ‘তেজাব’-এর মাধ্যমে প্রথম বাণিজ্যিক সফলতা লাভ করেন ও দর্শক মহলের সর্বত্র বিপুল সাড়া ফেলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি বলিউডের এই অভিনেত্রীকে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন