খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন আনরিখ নরকিয়া

আনরিখ নরকিয়াকে নিয়ে দ্বিধা ছিল, তবুও তাকে দলে রাখে দক্ষিণ আফ্রিকা। নতুন খবর, চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না নরকিয়ার।

বুধবার (১৫ জানুয়ারি) ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার বিকেলে করা অস্ত্রোপচারে চোটের আরও বিশদ আকার পাওয়া গেছে। সে (নরকিয়া) যথাসময়ের মধ্যে পুনর্বাসন শেষ করতে পারবে না। এক্ষেত্রে তার চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না।

দক্ষিণ আফ্রিকা আগামী ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে।

গত বছর জুন থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না নরকিয়া। সবশেষ মাঠে ছিলেন আবু ধাবি টি-টোয়েন্টি লিগে গত ডিসেম্বরের ২ তারিখ।

ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে দলে ছিলেন নরকিয়া। অনুশীলনে ডেভিড মিলারের ইয়র্কারে তার পায়ের আঙুল ভেঙে যায়।

নরকিয়ার পরিবর্তে দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে সুযোগ পেতে যাচ্ছেন জেরাল্ড কোয়েটজি। কোয়েটজি দারুণ পারফরম্যান্সের মধ্যেই ছিলেন। কেবল অভিজ্ঞতা বিবেচনায় নরকিয়ার সঙ্গে প্রতিযোগিতায় দলে থাকতে পারেননি। এবার অবশ্য সুযোগ পেলে, তা কাজে লাগাতে চাইবেন কোয়েটজি।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন